আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন। Social media Facebook YouTube যে কোন প্লাটফর্মের সব ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ 01723902366
ঢাকাFriday , 1 September 2023
  1. Bypass
  2. Disablers
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. আরো
  9. ইসলামি প্রশ্নত্তর
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. চট্টগ্রাম বিভাগ

ফুলবাড়ীয়ায় ডিভোর্সী স্বামীর হাতে নামাজরত স্ত্রী খুন

admin
September 1, 2023 10:12 pm
Link Copied!

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ডিভোর্সি স্বামীর হাতে নামাজরত স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী আয়নার হক(২৮) কে পুলিশ গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করেন।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তাক্ত চাকু সহ ঘাতক আয়নাল হককে গ্রেফতার করা হয় ও ঘাতক হত্যার কথা স্বীকার করে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, আছিম টান পড়া এলাকার আফাজ উদ্দিন এর মেয়ে লাইজু আক্তার(১৯) এর সাথে বাঁশদী গ্রামের মোবারক আলীর ছেলে আয়নাল হকের সাথে দুই বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ৬/৭ মাস স্বংসার করার পর তাদের ডিভোর্স হয়। ৩১ আগাষ্ট রাতে লাইজু নিজ ঘরে (বাপের বাড়িতে) এশার নামাজ পড়তে যান। পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘাতক আয়নাল গোপনে ঘরে প্রবেশ করে ও নামাজ অবস্থায় ছুরিকাঘাত করে।

লাইজুর চিৎকার শুনে তার মা ও ছোট বোন ঘরে দৌড়ে এসে মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। এসময় ঘাতক আয়নাল রক্তাক্ত মাখা চাকু হাতে তাদের ধাক্কা দিয়ে ঘর থেকে ভের হয়ে যায়। লাইজুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্মরত চিকিৎসক ১ সেপ্টেম্বর রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা আফাজ উদ্দিন বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দ্বায়ের করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিজান চালিয়ে ঘাতক আয়নাল কে গ্রেফতার করে।

ভিকটিম: মোছাঃ লাইজু আক্তার(১৯) পিতা: আফাজ উদ্দিন মাতা: শাহানাজ আক্তার, সাং- আছিম টানপাড়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

আসামী: আয়নাল হক(২৮) পিতা: মোবারক আলী সাং- আছিম বাঁশদী, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

উক্ত ঘটনায় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ও অভিজান চালিয়ে আসামী আয়নল কে গ্রেফতার করিয়া থানায় নিয়ে যায়। উক্ত ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।