পটুয়াখালীর মহিপুরে এসএসসি পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কায় রিমি (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলীপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলায়। মা-বাবার সঙ্গে আলীপুরে ভাড়া বাসায় থাকতেন।
রিমির মা খাদিজা বেগম বলেন, “পরীক্ষা দিয়ে এসে বলেছিল, ভালো হয়নি। পরে খাবে বলে নিজ ঘরে চলে যায়। অনেকক্ষণ সাড়া না পেয়ে ঘরের মালিককে ডাকি। জানালা দিয়ে দেখি মেঝেতে পড়ে আছে।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জে এইচ খান লেলিন জানান, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে রিমি। পরে ওড়না ছিঁড়ে গেলে সে মেঝেতে পড়ে যায়।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।