প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৫:০৪ পি.এম
পটুয়াখালীতে বাবার কবরের পাশে লামিয়ার দাফন সম্পন্ন
পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে রাত পৌনে ৮ টায় লামিয়া আক্তার এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ জানাজায় ইমামতি করেন।
জানাজা নামাজে কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী, এনসিপির মুক্ষ সংগঠক সারজিস আলম সহ পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া,গন অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নামাজে জানাজা শেষে লামিয়াকে তার বসত বাড়ির উঠানে পিতা শহীদ জসিম উদ্দিন এর কবরের পাশে দাফন করা হয়েছে।
Copyright © 2025 Patuakhali live. All rights reserved.