পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাঁর দুই ছেলে তাজ হোসেন তালুকদার ও মাহিন হোসেন তালুকদারও এই নিষেধাজ্ঞার আওতায় আছেন।
সদর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা মো. খায়রুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তার আবেদনসহ মামলার নথি পর্যালোচনা করে পিপি মজিবুর জানান, মামলার পলাতক আসামি হেলেন, তাজ ও মাহিনের যেকোনো সময় দেশত্যাগের সম্ভাবনা আছে। তা করলে মামলার তদন্ত কার্যক্রম বাধাপ্রাপ্ত এবং বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে। তাই সার্বিক বিবেচনায় তদন্ত কর্মকর্তার আবেদন আদালতে মঞ্জুর করে আসামিদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে আদালত উল্লেখ করেছেন।
আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেওয়া হয়েছে।
উল্লেখ, সরকারি কম্বল আত্মসাতের অভিযোগে ১০ ফেব্রুয়ারি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে হেলেন ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।