পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) সংসদীয় আসনের সাবেক আওয়ামীলীগের এমপি এস এম শাহজাদার দেশ ত্যাগে নিশেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
গত ১৭ মে পটুয়াখালী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মামুন-অর-রশীদ এ আদেশ প্রদান করলেও ২১ মে বিষয়টি প্রকাশ পায়।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড.মজিবুর রহমান টোটন জানান, গত ১৪ মে দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ আদলতে উপস্থিত হয়ে আসামীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করলে আদালত এস এম শাহজাদা সহ ৪ আসামীতে দেশ ত্যাগের নিশেধাজ্ঞা প্রদান করে।