কুষ্টিয়া জেলার,ভেড়ামারা উপজেলার বাহাদুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো: আরিফুল ইসলাম। তিনি দীর্ঘদিন মাদকসহ বিভিন্ন অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন। সরকার পতনের পর তিনি বি.এন পি হয়ে যান,বিভিন্ন লোকদের ম্যানেজ করে তার এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছপন।যখন যে দল ক্ষমতায় থাকে তার নাম ভাঙিয়ে তিনি অবৈধ ব্যবসা পরিচালনা করেন।গত ২৬/১০/২২ ইং তারিখে পটুয়াখালীর ডিবি পুলিশ ১৯৭৪(ক) ধারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।তাছাড়া ও তিনি কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভোলা বিড়ি বিক্রি করে থাকে।পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে তার নামে একাধিক মামলা রয়েছে।পটুয়াখালী তে মনজু এবং কাওছার তার সহযোগী হিসেবে কাজ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী উক্ত প্রতিবেদনটি পাঠিয়েছেন। তার লেখাটি হুবহু তুলে ধরা হয়েছে।
নাম:মোঃ আরিফুল ইসলাম,
পিতার নাম:মোঃ ইব্রাহিম হোসেন,
সাংঃ বাঁশেরদিয়াড়, ডাকঘর ঃ বাহাদুরপুর -৭০৪০,
থানা:ভেড়ামারা,জেলা :কুষ্টিয়া।
মোবাইল নং : 01601276597.
মো: মন্জু হাওলাদার,
পিতা: আমির হাওলাদার,
১নং ওয়ার্ড মাধবপুর, বাউফল।
ডিলার ভোলা বিড়ি
মোবাইল নং:০১৭৩৬৬৯৯৮৩০
০১৯৩৯৫৬৩৮৯৮
মো: কাওছার হোসেন,
ডিলার,ভোলা বিড়ি, দুমকি উপজেলা,
মোবাইল নং :01316063499
এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

