ঢাকাTuesday , 30 December 2025
  1. Activs
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আরো
  8. ইসলামি প্রশ্নত্তর
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কৃষি
  11. খুলনা বিভাগ
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

আমাদের কমান্ডার খালেদা জিয়া – পিনাকী ভট্টাচার্য

Link Copied!

জনপ্রিয় অনলাইন একটিভিস্ট লেখক, সাংবাদিক, ডাক্তার পিনাকী ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া প্রকাশ করেন, যা হুবল তুলে ধরা হলো।

 

~আমাদের কমান্ডার খালেদা জিয়া~

 

আমাদের প্রজন্মের জন্য রাজনৈতিক আলোর দিশারী ছিলেন খালেদা জিয়া। তাঁর কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল, অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান।

১৯৯১ সালের ঐতিহাসিক বিজয়ের আগে তার সর্বশেষ নির্বাচনি সভায় দেয়া তাঁর একটি বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনামে পরিণত হয়েছিল—“ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।”

বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনও দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে, এত সহজে ভাষা দিতে পারেননি।

আমাদের জাতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে প্রকট রাজনৈতিক শঙ্কা—ভারত তাকে একদিন মিথিক্যাল ‘অখণ্ড ভারত’-এর অংশ বানিয়ে ফেলবে। হয়তো তা হবে আক্ষরিক অর্থে, নয়তো রেটোরিক্সে। শেখ হাসিনার শাসনামলে আমরা এই আশঙ্কারই এক ‘ড্রেস রিহার্সাল’ প্রত্যক্ষ করেছি।

বিএনপির প্রধান রাজনৈতিক শক্তিই ছিলো খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি। এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল, সময়ের ঝড়েও অবিচল।

আমি বিশ্বাস করি—তার দল কখনোই তাঁর নেতৃত্বের যোগ্য ছিল না। ক্ষমতালোভী সিভিল-মিলিটারি আমলাতন্ত্র আর অলিগার্কদের হাতে তাঁর দল কলুষিত হয়েছে। তাঁর সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থ রক্ষায়, আর ক্ষমতার আস্বাদ পেতে।

উনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সাথে সাথেই তাঁর দল আত্মসমর্পণ করেছে ভারতের অখণ্ড ভারতবাদী প্রভাব ও স্বার্থের কাছে। একসময় যাঁর নাম শুনেই ভারত অস্বস্তিতে ভুগতো, আজ তাঁর পুত্রকে দেশে ফিরতে দেখে আনন্দিত হয়, তার উপরে ভরসা রাখে।

তবু, খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুবতারা হয়ে। আমরা আবারও তাকাবো তাঁর দিকেই, রাজনৈতিক পথনির্দেশ পেতে। রাজনৈতিক দিকচেতনা হারালে, আমরা স্মরণ করব—এই মহাপ্রাণ, এই মহীয়সী নেতৃত্বের অটলতা।

এই বিদায় অশ্রু দিয়ে নয়। এই বিদায় জানাতে হয় বুকভরা গর্ব নিয়ে। আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই, শ্রদ্ধায় আর গর্বে।

অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক, কমান্ডার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।