ঢাকাMonday , 7 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আরো
  8. ইসলামি প্রশ্নত্তর
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কৃষি
  11. খুলনা বিভাগ
  12. খেলা ধুলা
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. চট্টগ্রাম বিভাগ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

Link Copied!

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে পটুয়াখালীর সর্বস্তরের মানুষ—দলমত নির্বিশেষে—একত্র হয়ে অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা হাতে গাজায় ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে স্লোগান দেন।

মিছিল শুরুর আগে এবং শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “গাজায় চলছে ইতিহাসের নিকৃষ্টতম মানবতা বিরোধী অপরাধ। শিশু, কিশোর, নারী, বৃদ্ধ—কেউ রেহাই পাচ্ছে না। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে।”

সমাবেশ শেষে গাজার শান্তি ও নিরীহ মানুষের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাতে অংশ নেন বিক্ষোভে উপস্থিত হাজারো মানুষ।

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক মহলের নিরব ভূমিকার সমালোচনা করে বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা দেশগুলো আজ নিরব দর্শকের ভূমিকায়। আমরা পটুয়াখালীবাসী গাজার মানুষের পাশে আছি—আছি মানবতার পক্ষে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।