গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৩ মার্চ থেকে শাহ সারোয়ার কবির তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপ-বিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আফরোজা পারভীন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।
দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে শাহ সারোয়ার কবিরের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলারসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুরের পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।