পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) সংসদীয় আসনের সাবেক আওয়ামীলীগের এমপি এস এম শাহজাদার দেশ ত্যাগে নিশেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
গত ১৭ মে পটুয়াখালী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মামুন-অর-রশীদ এ আদেশ প্রদান করলেও ২১ মে বিষয়টি প্রকাশ পায়।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড.মজিবুর রহমান টোটন জানান, গত ১৪ মে দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ আদলতে উপস্থিত হয়ে আসামীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করলে আদালত এস এম শাহজাদা সহ ৪ আসামীতে দেশ ত্যাগের নিশেধাজ্ঞা প্রদান করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।